চালকদের অদক্ষতা, অবহেলা ও যাত্রীদের অসচেতনতাই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী

মানববন্ধনে বক্তাদের অভিমত

‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি’ এ স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সামাজিক সংগঠন ‘সারা আনোয়ারা’ উদ্যোগে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিস্ফোরক পরিদর্শক মো. শামশুল আলম, তোফাজ্জল হোসাইন, সহকারী বিস্ফারক পরিদর্শক মো. মেহেদী ইসলাম খান, আনোয়ারা থানা উপ-পুলিশ পরিদর্শক মো. গোলাম ফারুক ভূইয়া, চাতরী ইউপি সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক এম আলী হোসেন, মোহাম্মদ মোরশেদ, সুমন শাহ ও মো. ইমরান হোসেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিই একমাত্র পথ। সে সময় সংগঠনের সদস্যরা হ্যান্ডমাইকের মাধ্যমে চালকদের গাড়ির গতি সীমার মধ্যে রেখে গাড়ি চালানোর পরামর্শও দেন এবং বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস, ব্যাটারিচালিত যানবাহনসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক, হেলপার, সকল যাত্রী ও পথচারীদেরকে সড়ক দুর্ঘটনারোধে করণীয় লিফলেট বিতরণ করেন।

সড়ক দুর্ঘটনা রোধে সারা আনোয়ারার মানববন্ধন
সড়ক দুর্ঘটনা রোধে সারা আনোয়ারার মানববন্ধন

এতে অংশগ্রহণ করেন সংগঠনের প্রকৌশলী ছলিম আল আনোয়ার, সাংবাদিক মহিউদ্দীন মনজুর, ফোরকান, শিরিন ফাতেমা, মাসুদ করিম, মোহাম্মদ মুহিদ, শওকত আলী পারভেজ, ওমর ফারুক, সাজ্জাদ মেহের, মহি উদ্দীন, মিনহাজুল আবেদীন, হাফেজ মিনহাজ, হাফেজ একরাম, হাফেজ জাহেদ, ইরফান, বারেক, রাতুল, আকিব, রিমন, ফয়সাল, জোনায়েদ, তরিকুল, মিজানুর, মনির, আরাফাত, ইব্রাহিম, আবু রাশেদ, রকিব, সাকিব, ওয়াহিদ, মোহাম্মদ সাজ্জাদ, জাবেদ প্রমুখ।

সংগঠনের উপদেষ্টা আবদুল মালেক চৌধুরী জানায়, সড়ক ও মহাসড়কে মৃত্যুর মিছিল যেন কিছুতেই থামছে না। চালকের অবহেলা, অনভিজ্ঞতা, অদক্ষতা কিংবা আরোহীদের অসচেতনতা যাই বলি না কেন, সড়ক দুর্ঘটনা যে দিনদিন বৃদ্ধি পাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। প্রতিটি দুর্ঘটনার পেছনে আলাদা-আলাদা কারণ আছে। চালকদের ঘুম-ঘুম ভাব অবস্থায় গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে না চলা, বেপরোয়াভাবে ওভারটেকিং করা এবং গাড়ি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ইত্যাদি কারণেও অনেক দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা ঘটলে যে শুধু যানবাহনের ক্ষয়ক্ষতি হয় তা নয়, প্রাণহানির ঘটনাও ঘটে অহরহ। অনেকে আবার হয়ে যায় সারা জীবনের জন্য পঙ্গু। যারা পঙ্গু হয়ে যায় পরবর্তীতে তাদের জীবন হয়ে ওঠে খুবই দুর্বিষহ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবার আগে আইনের প্রয়োগ জরুরি। তবে অনেক সময় শুধু আইন প্রয়োগ করেও সড়ক দুর্ঘটনা কমানো যায় না, তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে ছোট-বড় নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!