চার পৃষ্ঠার চিরকুট লিখে চবি ছাত্রের আত্মহত্যা

চার পাতার চিরকুট লিখে সিলিংয়ের সাথে ঝুলে আত্মহত্যা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।

ওই শিক্ষার্থীর নাম অনিক চাকমা। তিনি বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি রাঙামাটি জেলার সদর উপজেলায়।

তার সহপাঠীরা জানান, ‘অন্যান্য দিনের মতো গতকাল রাতেও সে সবার সাথে কথা বলেছে। সকালে দশটা পর্যন্ত সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে প্রক্টর অফিসে খবর দিলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’

বিশ্বিবদ্যালয় মেডিকেল সেন্টারের চীফ মেডিকল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। ধারনা করা হচ্ছে শেষ রাতের দিকে সে মারা গেছে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘খবর পেয়ে আমরা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ভিতর থেকে দরজা, জানালা বন্ধ ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।’

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!