জিল্লু ভান্ডারী হত্যা মামলার আসামি রঞ্জু র‍্যাবের হাতে গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লু ভান্ডারী হত্যা মামলার আসামি রমিজ উদ্দিন রঞ্জুকে আটক করেছে র‌্যাব।

রোববার (২ জানুয়ারি) পটিয়া উপজেলার বাইপাস মোড় এলাকা থেকে রঞ্জুকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নরুল আবছার বলেন, ‘রুঞ্জু জিল্লু হত্যা মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া থানার বাইপাস মোড় থেকে তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাঙ্গুনিয়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।’

জানা যায়, রুঞ্জুর নামে হত্যা মামলাসহ রাঙ্গুনিয়া থানায় ৫টি, রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানায় একটি মামলা রয়েছে।

২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়ার রানিরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে ভিকটিম জিল্লুর রহমান ভান্ডারিকে আসামিরা এলোপাতাড়ি মারধর ও গুলি করে জখম করে। পরে হাসপাতালে মারা যান জিল্লুর রহমান। এ ঘটনায় ২২ জানুয়ারি ভিকটিমের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!