চান্দগাঁও আবাসিক মসজিদে যুক্ত হলো ইনফ্রারেড থার্মোমিটার

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদ কমপ্লেক্সের মুসল্লিদের সুরক্ষা দিতে কাশেম-নুর ফাউন্ডেশন স্থাপন করেছিল ডিজ-ইনফেক্টেড টানেল। এটি ছিল নগরীর কোনো মসজিদে স্থাপিত প্রথম জীবাণুনাশক যন্ত্র। এবার মুসল্লীদের জন্য এ ফাউন্ডেশন দিল স্বয়ংক্রিয় ইনফ্রারেড থার্মোমিটার। নামাজ পড়তে এলেই শারিরীক তাপমাত্রা নির্ণয় করা হবে এ মসজিদের মুসল্লিদের। রোববার (১৪ জুন) এটি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদ কমপ্লেক্সে আসা মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে আমরা জীবাণুনাশক টানেল ব্যবস্থা করেছি।’

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। উপসর্গ নিয়ে অনেকে মসজিদে আসছেন। তাই এবার আমরা চান্দগাঁও আবাসিক এলাকা মসজিদ কমপ্লেক্সের মুসল্লিদের শরীরের তাপমাত্রা নির্ণয় করতে স্বয়ংক্রিয় ইনফ্রারেড থার্মোমিটারের ব্যবস্থা করেছি। এছাড়া আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যালয়ে আসা মানুষদেরও যেন শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয় সে জন্য এ কার্যালয়েও ইনফো রেড থার্মো মিটার দিয়েছি। করোনার এ সময়ে সুরক্ষিত ও সতর্কতার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ গ্রহন করেছি।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!