চবি শিক্ষার্থীর মাকে বাঁচাতে সাহায্যের আবেদন

দুটি কিডনিই ড্যামেজ হয়ে যাওয়া মাকে বাঁচাতে ১২ থেকে ১৫ লক্ষ টাকা প্রয়োজন। মায়ের চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব না হওয়ায় সমাজ ও দেশের বিত্তশালীদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম ফয়সাল।

বর্তমানে তার মা এখন ঢাকাস্থ মিরপুর কিডনী ফাউন্ডেশনে ড. হারুন অর রশিদের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আশরাফুল ইসলাম জানান, গত ৫ মাস আগে ডাক্তারের পরামর্শে বিভিন্ন টেস্টের মাধ্যমে জানতে পারি আমার আম্মার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। আম্মাকে সুস্থ করতে হলে ডাক্তার জানিয়েছেন অন্তত ১২ থেকে ১৫ লক্ষ টাকার প্রয়োজন হবে। এই বিশাল অংকের খরচ বহন করা এই মুহূর্তে আমার পক্ষে দুঃসাধ্য ব্যাপার। বাবাবিহীন এই পরিবারে আমরা তিন ভাই-বোন। বাবা আমাদের ছোট রেখেই পরপারে চলে গেছেন। আমি পরিবারের বড় ছেলে। নিজের চোখের সামনে মায়ের এরকম পরিস্থিতি সহ্য করার মত না।আমি আমার জীবনের কঠিনতম সময় পার করছি। করোনা পরিস্থিতি আমাদের কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে।
আপনাদের সকলের কাছে আম্মুর জন্য মানবিক সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি । আপনাদের কাছে সারাজীবনের জন্য কৃতজ্ঞ থাকবো।

সাহায্য পাঠানোর ঠিকানা-
১. বিকাশ: ০১৮৪৪৮২২৬১৭ (পারসোনাল)
২. রকেট : ০১৬২০৭৬০২২৩৩ (পারসোনাল)
৩. কাউসারা বেগম,
মুদারাবা সঞ্চয়ী হিসাব নং – ১৪০৬৫, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী।

এমআইটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!