হাটহাজারীতে বিক্রি হচ্ছে নকল বাঘা বাড়ির ঘি, ২ হাজার লিটার জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে নকল বাঘা বাড়ির ঘি বিক্রির দায়ে ৩ দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১ মে) মদুনঘাট বাজারে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
অভিযানে ২ হাজার লিটার ভেজাল ঘি জব্দ করা হয়েছে।

ইউএনও রুহুল আমি বলেন, জব্দকৃত ঘির কোটায় আগামী ডিসেম্বর মাসে উৎপাদনের তারিখ দিয়ে বাঘা বাড়ির ঘি নাম দিয়ে একটি চক্র ঘির ব্যবসা করে আসছিল। গত একবছরে এ রকম ১৮টি মত ঘির করখানা হাটহাজারীতে ধ্বংস করা হয়। ঘি কারখানার মালিকরা এবার করোনার সুযোগে আবারও চালু করেছে। এবার কিন্তু কারখানা হাটহাজারীর বাইরে বিক্রি কিন্তু হাটহাজারীতে। আজ শুক্রবার অভিযানের সময় তিন দোকানে ২ হাজার লিটার ভেজাল ঘি পাওয়া যায়। এ সময় তিন দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ঘি ধ্বংস করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!