চবি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম মারা গেছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১০ টা ৪০ মিনিটে তিনি নগরীর ইম্পেরিয়াল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিরাজুল ইসলাম চৌধুরীর বড় ছেলে মোহাম্মদ সাথী। তিনি বলেন, আমার বাবা বৃহস্পতিবার রাত ১০ টা ৪০ মিনিটের সময় মারা গেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) জোহরের নামাজের পর নগরীর মিসকিন শাহ মাজার প্রাঙ্গণে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানা যায়, সিরাজুল ইসলাম চৌধুরী অর্থনীতি বিভাগের কৃতি শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রাম কমার্স কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পাশাপশি তিনি ৬২-এর ছাত্র আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী ছাত্রনেতা ছিলেন।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!