চবিতে শিবিরের পোস্টার লাগানোর সময় ছাত্রলীগের হাতে আটক দুই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের পোস্টার লাগানোর সময় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে শাখা ছাত্রলীগের কর্মীরা। পরে তাদেরকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করক হয়।

শনিবার (২ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজনের মধ্যে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র রুহুল আমিন। আরেকজন নবম শ্রেণির ছাত্র সায়মন।

চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটে রাত তিনটার দিকে শিবিরের পোস্টার লাগাচ্ছিল। আমাদের দুই কর্মী নাস্তা করতে গেলে তাদেরকে দেখে। পরে আমাদের খবর দিলে তারা পালিয়ে যায়। আমরা দুজনকে ধরতে পারি যাদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা দুজনকেই হাটহাজারী থানার উপপরিদর্শক মো. জসীমের মাধ্যমে থানায় সোপর্দ করি। সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার উপপরিদর্শক মো. জসীম দেশ ও তদন্তের স্বার্থের দোহাই দিয়ে কিছু বলতে রাজি হননি।

অন্যদিকে, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!