চবিতে মুখোশধারীর হামলায় সিক্সটি নাইনের ৩ কর্মী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের ৩ কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের পাশে ঘটনা ঘটে। হামলার শিকার তিনজন হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইব্রাহীম খলিল মুকুল, ইতিহাস বিভাগের জাহিদ শাকিল এবং নাট্যকলা বিভাগের মাহফুজুল হুদা লোটাস। তিনজনই শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের কর্মী।

জানা গেছে, বিকেল ৪টার দিকে লোটাস ও মুকুল এবং শাকিল একটি রেস্টুরেন্টে বসে ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট সড়ক থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সা করে ৪-৫ জন মুখোশধারী দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। হামলা চালিয়ে দুর্বৃত্তরা আবার একই সিএনজিতে করে এক নম্বর গেটের দিকে চলে যায়। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার খবরটি সিক্সটি নাইন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় বিভিন্ন রকমের স্লোগান দেয়।

এদিকে এই ঘটনায় ছেড়ে যায়নি বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিকেল ৪ টার ট্রেন। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদের।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন গ্রুপ ও আর এস গ্রুপ মারামারি করেছে বলে শুনেছি। আমরা উভয়কে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। দোষীদের বিরুদ্ধে কেন্দ্রে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এসএম মসুরি হাসান বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। পরে কথা বলব।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!