চট্টগ্রাম রেলস্টেশনের ঘটনায় ৪ আরএনবি সদস্য ক্লোজড

চট্টগ্রাম রেলস্টেশনে সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় চার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যকে ক্লোজড করা হয়েছে।

বরখাস্তরা হলেন হাবিলদার রবিউল, সিপাহি রাকিব, রিটন চাকমা ও ইয়াসির আরাফাত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে তাদের ক্লোজড করা হয়।

জানা গেছে, গত ১২ আগস্ট রাত ১০টায় ওই সেনা সদস্য ছুটিতে বাড়ি যাওয়ার জন্য রেলস্টেশনে আসেন। সেখানে ট্রেনে ওঠাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে ওই সেনা সদস্যকে মারধর করেন আরএনবির সিপাহি রাকিব, কাউসার, রিটন চাকমা, আশীষ বড়ুয়া এবং ট্রেনে দায়িত্বরত ইনচার্জ রবিউল ইসলাম।

এক যাত্রীর ফোনে ধারন করা মারধরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হামলকারীদের শনাক্তে রাতে সেনাবাহিনী, র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার লোকজন চট্টগ্রাম স্টেশন আসেন। এ সময় তারা রবিউলকে নিয়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (অস্ত্র শাখা) চিফ ইন্সপেক্টর রেজোয়ান বরখাস্ত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আটকদের ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!