চট্টগ্রাম প্রতিদিনে রিপোর্ট, পারকি সৈকতে মাদকের আখড়া উচ্ছেদ

আনোয়ারা

পারকি সৈকতে হাত বাড়ালেই মাদক মেলে, মদ-বিয়ারের সঙ্গে জুটছে ইয়াবাও’ শিরোনামে চট্টগ্রাম প্রতিদিনে গত ৩১ ডিসেম্বর সংবাদ প্রকাশের পর আনোয়ারা পারকি সৈকতে মাদকের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। ওই দিন পারকি সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সেলিম প্রকাশ কুত্তা সেলিমকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় অভিযান চালিয়ে মাদকের কুঁড়েঘরসহ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে পুলিশ। এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার ইয়াছির আরাফাত।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার ইয়াছির আরাফাত বলেন, ‘সমুদ্র সৈকতের সৌন্দর্য্য ধরে রাখতে ও মাদক, ইয়াবা ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পর্যটন এলাকায় বেশকিছু অসাধু ব্যবসায়ী সৈকতে পরিবেশ বিনষ্ট করছে। এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!