চট্টগ্রাম নগরীতে প্রবেশাধিকারে নিয়ন্ত্রণ জোরদার সিএমপির

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহির পথে নিয়ন্ত্রণ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। কোন ব্যক্তি বা পরিবহন একান্ত জরুরি প্রয়োজন ছাড়া যাতে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ বা বাহিরে যেতে না পারেন সেজন্য নগরীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট জোরদার করা হয়েছে।

রোববার (১৭ মে) রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে সিএমপি জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় জরুরি সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। যথাযথ কারণ ছাড়া কোন ব্যক্তি বা যানবাহন নগরীতে প্রবেশ ও বাহির হবার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব বিষয়ে সকলের সহযোগিতাও কামনা করা হয়।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!