চট্টগ্রাম কাস্টমস হাউসে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি চলছে

লাইসেন্সিং বিধিমালার অপব্যাখ্যা করে নিপীড়নের প্রতিবাদে চট্টগ্রাম কাস্টম হাউসে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি চলছে।

বুধবার (১৮ মে) সকাল থেকে শুরু এ কর্মবিরতি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চট্টগ্রাম কাস্টমস হাউস প্রায় ২৫০ সিএন্ডএফ লাইসেন্সকে স্থগিত করে রেখেছেন। আমাদের ২৫০ সদস্যকে বাদ দিয়ে আমরা কিভাবে কাজ করবো। লাইসেন্স নবায়ন করতে নানা অজুহাত ও বিধিমালার অপব্যবহার করে লাইসেন্সগুলো বাতিল ও স্থগিত করে রাখা হচ্ছে। যা মেনে নেওয়ার মতো নয়। সহজভাবে লাইসেন্স নবায়ন করতে না দিলে আমাদের কর্মবিরতি চলতে থাকবে।’

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রেজভী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সিএন্ডএফ লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। সেগুলো পূরণ
করে দিলেই নবায়ন হবে।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!