চট্টগ্রাম উত্তর জেলায় ৮১৫ মণ্ডপে হবে দুর্গাপূজা

চট্টগ্রাম উত্তর জেলায় ৮১৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা আরো জানান ইতোমধ্যে শারদীয় দুর্গোৎসবে সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি নটু কুমার ঘোষের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অতিরিক্ত পিপি এডভোকেট নিখিল কুমার নাথ। তিনি বলেন, ৭২’র সংবিধানের আলোকে সব সম্প্রদায়ের সমাধিকার নিশ্চিত করাসহ মঠ, মন্দির ও ঘর-বাড়িতে হামলাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে শাস্তি প্রদান করতে হবে। দুর্গোৎসব পূর্ণ রাষ্ট্রীয় মার্যাদা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চার দিন সাধারণ ছুটি ঘোষণা করার পাশাপাশি জীবন-জীবিকার বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় বৈষমের অবসানের দাবী জানান পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি রাখাল দাশগুপ্ত, মহানগর পূজা পরিষদের সভাপতি এডভোকেট চন্দন কুমার তালুকদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সংগঠনের সাবেক সভাপতি পরিতোষ পাল, অমৃত লাল দে, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বি কো বিশ্বাস, দক্ষিণ জেলার সভাপতি জিতেন গুহ, সহ-সভাপতি গণপ্রতি ভৌমিক, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক পরিমল দেব, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, লায়ন রূপক কান্তি দেব, লিপ্টন দেবনাথ, অর্থ-সম্পাদক অমল কৃষ্ণ নাথ, সাংগঠনিক সম্পাদক পার্থ নন্দী, দপ্তর সম্পাদক রুপন নাগ, পূজা পরিচালনা সম্পাদক সুমন কুমার দে, উপ-প্রচার সম্পাদক দ্বীপ দে বাবু, সহ-দপ্তর সম্পাদক ইমন চৌধুরী, সদস্য সৎজিৎ দাশ, অর্পণ বৈদ্য ও সীমান্ত চৌধুরী।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!