চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নিয়ে যেকোন দুর্নীতি আন্দোলনের জন্ম দেবে

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ নিয়ে পুকুর চুরির মতো দুর্নীতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। একটা বিশ্ববিদ্যালয় মানে হল মহান পবিত্রস্থান। সেটি প্রতিষ্ঠাকালীন সময়েই যদি দুর্নীতির খপ্পরে পড়ে তাহলে সেটা আমাদের জন্য লজ্জার, দুঃখের ও ক্ষোভের। এ বিশ্ববিদ্যালয় চট্টগ্রামবাসীর দীর্ঘ আন্দোলনের ফসল। এরসঙ্গে অসংখ্য মানুষের আবেগ আর ভালোবাসা জড়িয়ে আছে। এটি নিয়ে যেকোন রকমের অন্যায়-ষড়যন্ত্র ও দুর্নীতি চট্টগ্রামবাসীকে রাজপথে নিয়ে যাবে।

জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি চট্টগ্রামের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান ও সদস্যসচিব ডা. সুশান্ত বড়ুয়া জনগণকে সজাগ থাকার আহ্বান জানান এবং যে সকল মিডিয়া কর্মী এ দুর্নীতির খবর জন সন্মুখে এনে আমাদের সজাগ করেছেন তাদের ধন্যবাদ জানাই।

কেবল ডিপিপি নয় চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে স্বচ্ছতার দাবি জানাচ্ছি। এর ব্যতিক্রম হলে বা ষড়যন্ত্র এবং দুর্নীতি হলে তার জবাব আন্দোলনের মাধ্যমেই দেওয়া হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!