চট্টগ্রামে রোববার থেকে গণপরিবহন চালাবে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। রোববার (৭ নভেম্বর) ভোর ৬টা থেকে এই সংগঠনের আওতাধীন গণপরিবহন চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সড়কে চলা ধর্মঘটকে পুঁজি করে একটি মহল ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশা চলাচলেও বাঁধা প্রদান করছে। সড়কে বিশৃংখলা রোধে তাই চট্টগ্রাম অঞ্চলে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম নগরীর এক নম্বর থেকে ১০ নম্বর রুটের গাড়ি চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের আওতাধীন। রোববার থেকে এই সড়কগুলোতে গণপরিবহন চলবে।’

তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা কিভাবে প্রত্যাহার করবো? কেন্দ্রীয় কমিটি ঘোষণা দেওয়ার পরই ধর্মঘট প্রত্যাহার হবে। যদি অন্যকোনো সংগঠন প্রত্যাহারের ঘোষণা দেয় তাহলে সেটি তাদের সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।’

গত বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে পরদিন বৃহস্পতিবার পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে শুক্রবার সকাল ৬টা থেকে সারাদেশে ধর্মঘটের ডাক দেওয়া হয়।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!