চট্টগ্রামে ডাকসু ভিপি নুরের অনুসারীদের ওপর হামলায় কারা?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে চট্টগ্রামে মানববন্ধন করতে এসে হামলার শিকার হয়েছেন নেতাকর্মীরা। এ হামলার জন্য তারা ছাত্রলীগকে দায়ী করেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ও ষোলশহর এলাকায় দু’দফা হামলার শিকার হওয়ার পর বাসযোগে ষোলশহর ত্যাগ করার সময় বাসেও হামলার শিকার হন ভিপি নুরের অনুসারিরা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল হক তায়েফ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটা সংগঠনের নেতাকর্মীদের হামলায় পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, তানভির সৌরভ, সাফায়াত সিফাত, নুরুল কাওসার, তাওহীদুল ইসলাম, সোয়াইবুল ইসলাম জহিরুল ইসলাম আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি।

তায়েফ বলেন, আমরা ঘোষণা দিয়ে বিকেল সাড়ে ৩টায় বিপ্লব উদ্যানে সমবেত হয়েছি। পুলিশকে জানানো হয়েছিল। পুলিশও হামলাকারীদের হাত থেকে আমাদের নেতাকর্মীদের রক্ষা করার চেষ্টা করেছে।

১৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ভারতের এনআরসি ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করতে গেলে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের হামলার শিকার হন ডাকসু ভিপি নুরুল হক নুর। বুধবার আবারও ঢাকায় নুরের অনুসারীদের ওপর হামলা হয়েছে ঢাকায়। ওই হামলার প্রতিবাদে এবং ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশের ডাক দেয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

হামলার বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন বলেন, হামলার কোনও ঘটনা ঘটেনি। মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করায় আমরা প্রতিবাদ করেছি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে একপক্ষ মানববন্ধন করতে এলে আরেকপক্ষ ধাওয়া করে। তবে এ বিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।’

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!