চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা 1প্রতিদিন ডেস্ক : চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা প্রকাশ করছে জেলা প্রশাসন। অব্যাহত বর্ষণ এবং জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে জেলা প্রশাসন এ আশংকার কথা জানিয়েছেন।

ধসের আশঙ্কা থাকায় চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

রবিবার (২৩ জুলাই) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান এক জরুরি বার্তায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানান।

জিল্লুর রহমানবলেন, জিওলজিক্যাল সার্ভে ও অব্যাহত বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানীর আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা ও নদী ভাঙনের আশঙ্কাও রয়েছে। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!