নগর-নদী চেনা দায়

নগর-নদী চেনা দায় 1এহসান আল-কুতুবী: কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে আবারও চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অকেঁজো পানি নিষ্কাষণ ব্যবস্থার কারণে নগরীর অধিকাংশ এবং গুরুত্বপূর্ণ এলাকা পানিবন্দী নদীর সাথে এক হয়ে গেছে । যান চলাচলে অচলাবস্থার কারনে অলি গলি নৌকায় যাতায়াত করছে মানুষ । ফলে নগরীর অলি-গলিতে নৌকা দিয়ে যাতায়াত করতে দেখা গছে শিক্ষার্থী , পেশাজীবি ও সাধারন মানুষকে ।

এদিকে, জলাবদ্ধতা, বৃষ্টি, কাদা মিলে কর্মজীবী, দিনমজুর থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি ছিল বেশি।

নগরীর নিচু অঞ্চল বিশেষ করে ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া, জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর পাশের সড়ক, আগ্রাবাদ এক্সেস রোড, শান্তিবাগ আবাসিক এলাকা, কমার্স কলেজ রোড, হোটেল আগ্রাবাদের সামনেসহ বিস্তীর্ণ এলাকা হাঁটু পানিতে ডুবে গেছে। এসব এলাকার রাস্তায় পানি জমে থাকার কারণে যান চলাচল করতে পারছে না।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানান, সোমবার (২৪ জুলাই) সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা।

আবহাওয়া অফিসের কর্মকর্তা শেখ হারুনুর রশিদ জানান, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। এ ছাড়া ভারী বর্ষণের সতর্কবাণী এবং পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!