চট্টগ্রামে করোনা পজিটিভ এখন ৪২৮৩

নতুন করে আরও ১১৩ জন শনাক্ত

চট্টগ্রামে নতুন করে আরও ১১৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। ফলে চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত হওয়া মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ২৮৩ জনে। তবে শনাক্ত হওয়া রোগীদের এলাকার নাম জানাতে পারেননি সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার (৯ জুন) কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবসহ চট্টগ্রামের চারটি ল্যাবে দিনভর ৪৪৫টি নমুনা পরীক্ষা করে এই ১১১ জনের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

এছাড়া নগরীর প্রধান করোনা পরীক্ষাগার বিআইটিআইডিতে ১৭৯টি নমুনা পরীক্ষায় মাত্র ১৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। চমেক ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষায় ৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। একই দিনে সিভাসু ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস মিলেছে ৫৬ জনের শরীরে।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭০টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ১২ জনের। তবে এরমধ্যে পুরানো দুজন রোগীর দ্বিতীয় নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!