চট্টগ্রামে আসামি ধরতে এসে মার খেল কুমিল্লার পুলিশ, দুই আসামিই পালালো সুযোগ বুঝে

চট্টগ্রামে এসে আসামি ধরার পর আচমকা হামলার শিকার হয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কব্জা থেকে পালিয়ে গেছে দুই আসামি।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত আটটার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিটাক মোড়ের এ ঘটনায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দলকে বহনকারী মাইক্রোবাসও ভাঙচুরের শিকার হয়।

জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘটিত সহিংসতায় দায়ের করা মামলার দুজন আসামি চট্টগ্রামে এসে আত্মগোপন করে আছে— এমন খবর পেয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রামে এসে অভিযান শুরু করে। ওই দলটি চট্টগ্রামে অবস্থান করা এক আসামিকে গ্রেপ্তার করার পর অপর আসামিকে ধরার জন্য চট্টগ্রাম নগরীর সাগরিকা বিটাক মোড়ে অপেক্ষা করতে থাকে।

কিছু সময় পর অপর আসামিকে ধরতে গেলে সাগরিকা বিটাক মোড়ের স্থানীয় কিছু লোক জড়ো হয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের দলটির ওপর ইটপাটকেল নিয়ে হঠাৎ হামলা চালায়। এতে পুলিশ দলটিকে বহনকারী মাইক্রোবাসের কাঁচ ভেঙে যায়।

জানা গেছে, ওই আসামি বিটাক মোড়ের একটি দোকানে কাজ করেন। তাকে ধরতে গেলে আশেপাশের দোকানদাররাই জোটবদ্ধ হয়ে হামলা চালান।

জানা গেছে, এ সময় পুলিশের মাইক্রোবাসের ভেতরে থাকা আসামিসহ দুই আসামিই পুলিশের হাত ফসকে পালিয়ে যায়। এই দুই আসামির নাম রফিক ও আজাদ বলে জানা গেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!