চকরিয়া-পেকুয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

চকরিয়া প্রতিনিধি ::

“অতীতকে জানবো, আগামীকে গড়বো” এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

pic-2-chakaria-08-09-16

আজ বৃহস্পতিবার সকালে চকরিয়া ও পেকুয়া উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সাক্ষরতা দিবসের এক বর্ণাঢ্য র‌্যালী বের করে।

 

চকরিয়া উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বের হওয়া র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে “মোহনা” মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

র‌্যালীতে উপজেলা ও পৌরশহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

pic-01-chakaria-08-09-16

চকরিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ারুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 
এদিকে, কক্সাবাজারের পেকুয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর নেতৃত্বে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে উপজেলা পরিষদে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

রিপোর্ট :: মুকুল কান্তি দাশ,চকরিয়া।

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!