ঘরে ইয়াবার আস্তানা, এক নারীকে ১৫ দিনের জেল

চট্টগ্রামের আনোয়ারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে এক নারীকে ৫ হাজার ৮০০ টাকা জরিমানা ও ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ওই নারীর নাম শাহানুর আকতার (৩০)। সে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা লকিমা বাপের বাড়ির জানে আলমের স্ত্রী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে গহিরা লকিমা বাপের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া খ-সার্কেলের পরিদর্শক সাইফু্ল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, ঘরের মধ্যে বসে ইয়াবার আস্তানা গড়েছেন স্বামী-স্ত্রী। মহিলার স্বামী একজন ইয়াবা ব্যবসায়ী বলে জানা গেছে। কিছুদিন আগে সে জেল থেকে বেরিয়ে আবার মাদক ব্যবসা শুরু করেছে। ঘরের মধ্যে বসে সবাই মাদক সেবন করছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সংরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ওই নারীকে জরিমানাসহ ১৫ দিনের জেল দেওয়া হয়।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!