খুন করে থানায় খুনির আত্মসমর্পণ মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. হারুন নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। এরপর রাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন খুনি সালাউদ্দিন।

বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম জামালপুর এলাকার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় হারুনকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টায় মারা যান।

নিহত হারুন (৩৫) খাগড়াছড়ি জেলার রামগড় থানার মাস্টারপাড়া এলাকার মৃত জসিমের ছেলে। হারুন দুই ছেলে  ও এক কন্যা সন্তানের জনক।

স্থানীয় সাইফুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সকালে হারুন গাড়ি নিয়ে আসলে তার দুই ড্রাইভার সোহেল ও শরিফ গাড়ি পরিষ্কার করছিল। এ সময় আমি এবং হারুন পাশে বসে কথা বলছিলাম। তখন হিঙ্গুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মধ্যম জামালপুরের অলি আহম্মদের পুত্র সালাউদ্দিন পেছন দিক থেকে এসে হারুনের মাথার বাম পাশে দা দিয়ে কুপিয়ে আহত করে। সেখান থেকে উদ্ধার করে তাকে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে যায় আমরা।’

হারুনের গাড়ির ড্রাইভার মো. সোহেল বলেন, ‘আমি এবং শরিফুল দুজনে গাড়ি পরিষ্কার করছিলাম। এ সময় সালাউদ্দিন আমার মালিক হারুনকে বলে যে, তুই কি বলতে চাস? এই কথা বলে তার হাতে থাকা দা দিয়ে কুপিয়ে আহত করেন। তবে কি বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে তা আমি জানি না।’

রাত সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শেখ আব্দুল বাতেন বলেন, হারুনকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনি সালাউদ্দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ থেকে এসে আত্মসমর্পণ করে থানায়।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!