খাবারের খোঁজে অজগর নেমে এসেছিল আমানবাজারে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজারে লোকালয়ে এসে ধরা পড়েছে আট ফুট দৈর্ঘ্যের এক অজগর সাপ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় অজগর সাপটি ধরা পড়ে।

আমান বাজার বায়তুল আমান জামে মসজিদের সামনের নালা থেকে বেরিয়ে খাবারের সন্ধানে অজগর সাপটি লোকালয়ে চলে আসে। আট ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের সাপটি বাজারের প্রধান সড়ক অতিক্রম করার সময় স্থানীয় দোকানদাররা দেখতে পায়। পরে স্থানীয়রা মারতে উদ্ধত হলে মসজিদ মার্কেটের সেনিটারি দোকানদার মো. ওসমান ও আবদুল মোতালেব সাপটিকে পিটুনি থেকে রক্ষায় এগিয়ে আসে। পরে দুজনে মিলে সাপটিকে মানুষের হাত থেকে উদ্ধার করে চিড়িয়াখানায় হস্তান্তর করেন।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সাপটি বার্মিজ পাইথন জাতের।

তিনি বলেন, খাবারের সন্ধানে লোকালয়ে আসে সাপটি। যারা সাপটিকে রক্ষা করে চিড়িয়াখানায় হস্তান্তর করেছেন তারা খুবই সচেতন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে প্রাণী সংরক্ষণে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সিএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!