কৃতি সাংবাদিক সিদ্দিক আহমেদের দাফন সম্পন্ন

কৃতি সাংবাদিক সিদ্দিক আহমেদের দাফন সম্পন্ন 1প্রতিদিন ডেস্ক : রাউজানের গশ্চি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষীয়ান সাংবাদিক সিদ্দিক আহমেদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর নামাজে জানাজা শেষে গশ্চি মাতবর বাড়ি মসজিদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় গ্রামের শত শত মানুষ অংশ নেন। শ্রদ্ধা আর ভালোবাসায় সিদ্দিক আহমেদকে শেষ বিদায় জানান তারা।

এসময় বাগোয়ান ইউনিয়েনের চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, ইঞ্জিনিয়ার মো. হারুন, শিল্পপতি মো. শাহজাহান মিয়া, মরহুমের ভাই মো. শামীম, মেজো ছেলে অ্যাডভোকেট সাইফুর রহমান সিদ্দিক সাইফ, ক্রীড়ানুরাগী দিদারুল আলম সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজে যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, দেশ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজ, কালের কণ্ঠ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার আলমগীর হায়দার।

এর আগে সকাল সোয়া নয়টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিদ্দিক আহমেদের মরদেহ শহীদ মিনারের সামনে নিয়ে যাওয়া হয়।

সেখানে সাংবাদিক, রাজনীতিক, কবি-সাহিত্যিক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা-ভালোবাসায় অশ্রুসিক্ত চিরবিদায় জানানো হয়।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ক্যানসার আক্রান্ত বর্ষীয়ান এই সাংবাদিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!