কুয়াশায় আবুধাবিগামী ফ্লাইট যাত্রা বিলম্ব ১২ ঘণ্টা শাহ আমানতে

ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বিলম্ব করে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে যাত্রা করেছে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

এতে বিজনেস ক্লাসের ১ জন ও ইকোনমি ক্লাসের মোট ২৭৪ জন যাত্রীকে ১২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৭ ফ্লাইটটি রাতে যেতে পারেনি। সকালে আকাশ পরিষ্কার হলে উড্ডয়ন করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি ১২৭ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫ মিনিটে উড্ডয়নের শিডিউল ছিলো। সে অনুযায়ী যথাসময়ে যাত্রীদের ইমিগ্রেশনসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানবন্দর এলাকায় ভিজিবিলিটি কমে যাওয়ায় ফ্লাইটটি যায়নি।

এএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!