কুমার বিশ্বজিতের আত্মজীবনীর বড় অংশই চট্টগ্রাম নিয়ে

জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিতের জীবনী লেখা শেষ হল। এই আত্মজীবনীর বড় একটি অংশই রয়েছে চট্টগ্রামকে নিয়ে। চট্টগ্রামের সন্তান কুমার বিশ্বজিতের ঢাকাবাসী হওয়ার আগ পর্যন্ত সব ঘটনাই এসেছে বিস্তারিত।

কুমার বিশ্বজিতের এই আত্মজীবনী লিখেছেন ‘সত্যি বলছি’খ্যাত গায়ক জয় শাহরিয়ার। আসছে একুশের বইমেলায় প্রকাশিত হবে বইটি।

বিশ্বজিতের শৈশব, কৈশোর, চট্টগ্রাম শহর, গানের প্রতি ভালোবাসা, সাফল্য ও চার দশকের সংগীত জীবন—সবই থাকছে বইটিতে।

জয় শাহরিয়ার বলেন, ‘বিশ্বদাদার গান গেয়েই আমি বড় হয়েছি। গানের প্রতি ভালোবাসাটাও এসেছে দাদাকে শুনে শুনে। সংগীতজীবনে তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও আছে। দাদাকে বইটি পড়িয়েছি। তিনি আমার ওপর আস্থা রেখেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কুমার বিশ্বজিৎ বলেন, ‘অনেকেই আমার জীবনী লেখার জন্য অনুমতি চেয়েছিলেন। তবে জয় সব সময় লেগে ছিল। সে ১০ মিনিট-পাঁচ মিনিট করে আমার কথা রেকর্ড করেছে। ক্যারিয়ারে যে স্ট্রাগল করেছি তার সবটাই বইতে উঠে এসেছে। নতুন প্রজন্ম সেসব জানলে প্রেরণা পাবে।’

১৫ জানুয়ারি থেকে বইটি অনলাইনে প্রি-অর্ডার করা যাবে। তখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বইটির নাম। ২৮ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন করা হবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!