করোনা কেড়ে নিল পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের প্রাণ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বিএনপির দলীয় এই সাবেক সাংসদ।

করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর গত ১১ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এমএ হাসেম। পরে বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে তার অক্সিজেন স্যাচুরেশন ৯০ এর নিচে নেমে আসে। তারপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেদিন থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বিশিষ্ট ব্যবসায়ী এমএ হাসেম অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। ২০১৬ সালে রাজনৈতিক কারণে সামাজিক কার্যক্রম ব্যহত হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আনোয়ারে চিঠি দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন তিনি।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!