মাতামুহুরী নদীতে ডুবে প্রাণ গেল প্রকৌশলীর

মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রকৌশলী মো. জুয়েল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাতামুহুরী নদীর মানিকপুরের ইয়াংছা খালের মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জুয়েল চট্টগ্রামের মুরাদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং বান্দরবান পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী সামশুদ্দোহা কায়েস প্রকাশ কায়েস ডাক্তারের বড় মেয়ের জামাতা বলে জানা গেছে।

জানা যায়, প্রকৌশলী জুয়েল কয়েকদিন আগে লামাস্থ শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে নৌকাযোগে পরিবারের প্রায় ১০-১২ জন সদস্য নিয়ে মাতামুহুরী নদীতে ভ্রমণে যায়। পরে মানিকপুরের ইয়াংছাখালের মোহনার পিকনিক স্পটে জুয়েলসহ কয়েকজন নদীতে গোসল করতে নামেন। গোসল শেষে বাকিরা নদী থেকে উঠে আসলেও জুয়েল পানিতে ডুবে যায়।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিমুল হক আজিম বলেন, পানিতে ডুবে এক যুবক নিখোঁজ শুনে স্থানীয় লোকজনের সহায়তায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করি। পরে তার আত্মীয়রা তাকে নৌকায় করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!