করোনার কাছে হেরে গেলেন চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ললিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত মারা গেছেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার (২১ জুন) রাত ১১টার দিকে এ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়।

সোমবার (২২ জুন) সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

ডা. আব্দুর রব জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার নাক, কাল ও গলা বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন থাকায় আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। রোববার রাত ১১টার দিকে তিনি মারা যান।

চট্টগ্রামের প্রবীণ চিকিৎসক ডা. ললিত কুমার দত্ত জেনারেল হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রতন বিকাশের শ্বশুর।

এসআর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!