কক্সবাজারে বণার্ঢ্য আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা

বণার্ঢ্য আয়োজনে কক্সবাজারে উদযাপিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে শহরের গোলদিঘীর পাড় চত্ত্বর থেকে ইসকনের উদ্যোগে বের করা হয় রথযাত্রা বণার্ঢ্য শোভাযাত্রা। এর আগে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।

এতে উদ্বোধকের বক্তব্য রাখেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রীমৎ ভক্তি মাধুর্য্য গোবিন্দ স্বামী মহারাজ। সংবর্ধিত অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ ছিলেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ, সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক।
উৎসবময় চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্যে রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা ও সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বলরাম দাশ অনুপম। রথযাত্রা হাজার হাজার নর-নারী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল আরতি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন ও গুরু পূজা, জগন্নাথ দেবের লীলা মহিমা পাঠ, বিশ্বশান্তি মঙ্গল কামনায় অগ্নিষ্টোম হোমযজ্ঞ, ভোগ আরতি, জগন্নাথদেবের মহাপ্রসাদ বিতরণ, বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান, তুলসী আরতি, গৌর আরতি নৃসিংহদেবের বন্দনা ও বড় পর্দায় বৈদিক চলচিত্র প্রদর্শনী।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!