এবার বিজয় দিবসের পুষ্পস্তবকেও বানান ভুল চবি বঙ্গবন্ধু পরিষদের

'টাইপিং মিসটেক' বলে দায় এড়ানোর চেষ্টা

শহীদ বুদ্ধিজীবী দিবসের পুষ্পস্তবকে ‘বুদ্ধিজীবী’ বানান ভুল করার পর এবার বিজয় দিবসের পুষ্পস্তবকেও বানান ভুল করেছে বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। পর পর দুইদিন এ ধরনের ভুলকে গর্হিত কাজ বলেছেন খোদ সংগঠনেরই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে পুষ্পস্তবক অর্পণ করার সময় বিষয়টি নজরে আসে।

এতে ‘মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ লিখতে গিয়ে ‘মুক্তিযুদ্ধে’ বানানকে ‘মুক্তিযোদ্ধে’ ও ‘অংশগ্রহণকারী’ বানানকে ‘অংশগ্রহনকারী’ লেখা হয়। এছাড়া পুষ্পস্তবক অর্পণ করার সময় দাপট দেখিয়ে ক্রম ভেঙে আগে শ্রদ্ধাঞ্জলি জানানোরও অভিযোগ উঠেছে সংগঠনটির বিরুদ্ধে।

এর আগে গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসের পুষ্পস্তবকেও বুদ্ধিজীবী বানানকে ‘বুদ্ধিজীবি’ লেখে পরিষদটি। যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

এ বিষয়ে জানতে চাইলে চবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ উন নবী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এটা টাইপিং মিসটেক হয়েছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সকালে আমরা যখন এটা দেখেছি, তখন পরিবর্তন করার সময় ছিলো না। পরপর দুইদিন এ ধরনের ভুল কিভাবে হয় জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি।

ক্রম ভেঙে আগে শ্রদ্ধাঞ্জলি জানানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ক্রম ভাঙার কোন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয়টিকে গর্হিত অপরাধ বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এটি গর্হিত অপরাধ বলে মনে করি। এটা আমরা অবশ্যই দেখবো।

জোর করে আগে ফুল দেয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমি বিষয়টি শুনেছি। সবার উচিৎ সঞ্চালকের ঘোষণা অনুযায়ী ক্রম মেনে শ্রদ্ধাঞ্জলি জানানো।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!