একদিনে মহানগরীতে ৬৩১ ট্রাফিক আইন ভঙ্গের মামলা : ৪৭ আসামি গ্রেফতার

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে একদিনে ৬৩১ টি মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ। গত শনিবার সকাল ৬ টা থেকে আজ রবিবার সকাল ৬ টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ এসব মামলা দায়ের করেন। 

 

14322636_1837301369819122_9210354357105028204_n

এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ২৭০টি। বিগত ২৪ ঘন্টায় কাগজপত্র বিহীন গাড়ী আটক হয় ৪৬টি। এর মধ্যেও সিএনজি আটক দেখানো হয় ৭টি। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৩ লক্ষ এগার হাজার একশত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

অন্যদিকে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৭ জন আসামী গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে জিআর ৪ জন, সিআর ৮ জন আসামী গ্রেফতার করা হয়। 

 

এসময়ের মধ্যে ৩,৫৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ লিটার মদ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০৭টি মামলা রুজু হয়। এছাড়াও পাহাড়তলী থানা পুলিশ ০১টি ট্রাক, আকবরশাহ থানা পুলিশ ০১টি পিস্তল, ০১টি প্লাইগান, ৪ রাউন্ড গুলি, ০১টি চাপাতি, ০১টি কিরিচ ও ০১টি কুড়াল, কর্ণফুলী থানা পুলিশ ০৩টি মোটরসাইকেল উদ্ধার করে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

 

রিপোর্ট : সুমন কুমার দে :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!