এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৭০ জন অনুপস্থিত মিরসরাইয়ে

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামের মিরসরাইয়ে ৭০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

রোববার (৬ নভেম্বর) সকালে উপজেলায় ৪ কেন্দ্রে এইচএসসি, ১ কেন্দ্রে আলিম ও ১ কেন্দ্রে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, ‘উপজেলায় চলতি বছর এইচএসসিতে ৪ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৬৮৬ জন। প্রথম দিন অনুপস্থিত ছিল ৫০ জন। আলিমে ১ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৫০ জন, প্রথম দিন অনুপস্থিত ছিল ১৭ জন। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি বিএমটির পরীক্ষায় ১ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১০৪ জন, অনুপস্থিত ছিল ৩জন।’

তিনি আরও বলেন, ‘কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি বিএমটি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের জন্য পুরানো সিলেবাসে প্রশ্নপত্র বিতরণ করা হয়। আর পুরাতনদের জন্য নতুন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। পরবর্তীতে বাংলা প্রথমপত্র পরীক্ষার সময়সূচি জানানো হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!