কর্ণফুলীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই ১৩ বসতঘর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শিকলবাহার ২ নম্বর ওয়ার্ডের মির্জা বাড়িতে এই ঘটনা ঘটে৷ অগ্নিকাণ্ডে কেউ আহত না হলেও প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান৷

শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করছেন।

নগরীর কালামিয়া বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তবুও প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!