উদ্বোধনের দুই দিন পর মসজিদের ফলক ভাঙচুর সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় সাংসদ দিদারুল আলমের উদ্বোধনের দুই দিন পর রাতের আঁধারে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন ফলক ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ দিদারুল আলম। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, গত ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রা.) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম। কিন্তু উদ্বোধনের দুই দিন পর বৃহস্পতিবার রাতে দুষ্কৃতিকারীরা মসজিদের নিরাপত্তা প্রহরীকে মারধরের পাশাপাশি উদ্বোধন ফলক ভাঙার চেষ্টা চালায়। খবর পেয়ে সীতাকুন্ড থানার এস আই মামুন ঘটনাস্থলে গেলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনার ঘণ্টা দুই পর এস আই মামুন চলে গেলে দুষ্কৃতিকারীরা গভীররাতে ঘটনাস্থলে এসে উদ্বোধন ফলক ভেঙে গুড়িয়ে দেয়।

মসজিদে উদ্বোধন ফলকে দুষ্কৃতিকারীদের পরিকল্পিত এ হামলার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সাংসদ দিদারুল আলম বলেন, আওয়ামী সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য বাংলাদেশের প্রতিটি উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করেন। প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়নে মঙ্গলবার ফকিরহাট এলাকায় এ মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। কিন্তু সরকারের ভাবমুর্ত্তি ক্ষুন্ন করতে একদল দুষ্কৃতিকারী রাতের আঁধারে উদ্বোধন ফলক ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মসজিদে হামলা চালায়। হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত চিহ্নিত পূর্বক গ্রেপ্তারে করণীয় ব্যবস্থা নিতে পুলিশের প্রতি অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, রাতের আঁধারে মসজিদের উদ্বোধন ফলক ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কার ও দুঃখজনক। এ ঘটনাটি শোনার পর আমি মর্মাহত হয়েছি। তাই এ ঘটনায় জড়িতদের চিহিৃত করে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, আমি এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসআই মামুনকে পাঠালে দৃর্বৃত্তরা তখন পালিয়ে যায়। কিন্তু ঘন্টাখানেক পর এসআই মামুন চলে আসলে তারা আবারও এসে উদ্বোধন ফলক ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের খোঁজে বের করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!