ইসলামে জঙ্গিবাদের স্থান নেই: আনোয়ারায় ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। ইসলামকে মনে ধারন করে চলার চেষ্টা করলে সমাজে শান্তি বিরাজ করবে। ইসলামের প্রকৃত শিক্ষাই মানুষ ভুলে যাচ্ছে।’

ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, ‘আমি নিজেও কোনো অন্যায় করব না, দলের কাউকেও অন্যায় করতে দেব না। বর্তমান সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতা রক্ষার্থে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের অনেক উন্নয়ন করেছে। এ ধারা অব্যহত থাকবে।’

শুক্রবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া হাজী আলীম উদ্দিন চৌধুরী জামে মসজিদ উদ্বোধন ও আবদুল কাদের জিলানি রহ. মাদ্রাসার কোরআনের আলো প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, মসজিদের মোতোয়াল্লী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, বরুমছড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাংবাদিক নুরুল আবছার তালুকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম প্রমুখ।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!