ইনফেকশনে আবার হাসপাতালে জুনায়েদ বাবুনগরী

শরীরে আবার জ্বর, ফুলে গেছে পা

আবার হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলামীর আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। চিকিৎসকরা জানিয়েছেন, পায়ের ইনফেকশনের কারণে তার শরীরে জ্বর এসেছে। বর্তমানে পা ফোলা অবস্থায় রয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ এ নেতাকে। চিকিৎসকদের ধারণা, পায়ে পানি জমার কারণে অসুস্থ হয়ে পড়েছেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার এই সহকারী পরিচালক।

ডাক্তারদের বরাত দিয়ে হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী রোববার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত শুক্রবার ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন বাবুনগরী। তখন থেকেই অসুস্থ বোধ করছিলেন। এর আগে বুধবারেও হালকা জ্বর এসেছিল। তবে সেটি ভালো হয়ে যায়।’

এনামুল হাসান ফারুকী বলেন, ‘শনিবার বেশি অসুস্থ বোধ করলে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। এখন হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তবে আগের থেকে একটু সুস্থ বোধ করছেন।’

ফারুকী বলেন, ‘বুধবারও অসুস্থ বোধ করার সময় বমি হয়েছিল। ডাক্তাররা জানিয়েছেন, পায়ের ইনফেকশনের কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে। তিনিও অসুস্থ হয়েছেন। অসুস্থতার কারণে রোববার ভোলার একটি কওমী মাদ্রাসায় সম্মেলনে যোগ দেননি হেফাজতের আমির।’

ফারুকী আরো জানান, ‘বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছেন ডাক্তাররা। সেগুলো হাতে পেলে আরও বিস্তারিত জানা যাবে। রোববার বিকেলে থেকে কথার্বাতা বলছেন বাবুনগরী।’

হেফাজতে ইসলামীর আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ১৫ নভেম্বর এক পক্ষের বিরোধিতার মুখে সম্মেলনের মাধ্যমে দায়িত্ব নেন জুনায়েদ বাবুনগরী। এরপর হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমদ শফীর মৃত্যুর পর তাকে ‘মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে’ হত্যার অভিযোগ এনে বাবুনগরী ও তার অনুসারীদের বিরুদ্ধে আদালতে মামলা করে তার পরিবার।

ওই সময় গঠিত কমিটিতে মহাসচিব করা হয় মাওলানা নূর হোসাইন কাসেমীকে। কমিটি ঘোষণার পর ২০২০ সালের ১৩ ডিসেম্বর তিনি মারা যান।

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!