আল্লামা মুফতি মুজাফফর আহমদের ইন্তেকাল : জানাজা সম্পন্ন

আল্লামা মুফতি মুজাফফর আহমদের ইন্তেকাল : জানাজা সম্পন্ন 1পটিয়া প্রতিনিধি : পটিয়ার আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সহকারী মহাপরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা মুফতি মুজাফফর আহমদের নামাজে জানাজা বুধবার সকাল ১১ টায় পটিয়ার জামেয়া চত্বরে সম্পন্ন হয়েছে। নামাজে জানাযা শেষে মরহুমকে জমিরিয়া আজিজিয়া কবরস্থানে দাফন করা হয়। প্রখ্যাত আলেমে দ্বীন এই মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম দারুল মা’রিফ মাদ্রাসার মহাপরিচালক শায়খ্ আল্লামা সুলতান জওক নদভী (দা:বা:)। আল্লামা মুজাফফর আহমদ দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভূগছিলেন। তিনি দীর্ঘ ৫০ বছর ধরে উপমহাদেশের ২য় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় পটিয়ার আল জামিয়ায় সুনামের সাথে শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। তিনি গত ২ মে মঙ্গলবার সকাল ৯.৪৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক স্ত্রী ও ৯ সন্তানসহ সারদেশে সহ¯্রাধিক গুণগ্রাহী রেখে যান। দেশের প্রখ্যাত এই আলেমে দ্বীন কক্সবাজারের গ্রামের মহেশখালীর নতুন বাজার এলাকায় জন্মগ্রহন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফী, হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, পটিয়া আল জামিয়া জমিরিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবদুল হালীম বোখারী, জমিরিয়া মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুফতি আহমদ উল্লাহ, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
উল্লেখ্য, মরহুম আল্লামা মুজাফফর আহমদ প্রখ্যাত আইনজীবি ও রাজনীবিদ মরহুম মওদূদ আহমদের ছোট ভাই ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মহফুজুর রহমান মরহুমের ছোট ভাই। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মুহিবুল্লাহর চাচা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!