আনোয়ারায় মানুষের ঘরে ঘরে যাচ্ছেন মন্ত্রী জাবেদ, দিচ্ছেন অভয়

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, করোনাভাইরাসে আতঙ্কিত এখন সারাবিশ্ব। এটা বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। তাই আপনারা ধৈর্য্য ধরে নিজ-নিজ ঘরে থাকুন, ঘরের পরিজনদেরকে সুস্থ রাখুন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিজে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন তিনি। এসময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী উপজেলার বারখাইন ইউনিয়নের ছৈয়দকুচাইয়া এলাকায় অগ্নিকাণ্ডের পুড়ে যাওয়া ৮ পরিবারকে দেখতে যান এবং প্রতি পরিবারকে ২ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এছাড়াও তিনি উপজেলার চাতরী চৌমুহনী বাজার, বৈরাগ, বন্দর কমিউনিটি সেন্টার, বটতলী রুস্তমহাট, বারশত, রায়পুর, পরৈকোড়াসহ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষদের খোঁজখবর নেন।

মন্ত্রী বলেন, ভয় পাওয়ার কিছুই নেই, আমি আপনাদের পাশে আছি এবং থাকব।

এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, সহকারি কমিশনার ভূমি তানভীর আহমেদ চৌধুরী, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরো, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, মোহাম্মদ ইদ্রিছ, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুচ্ছফা, সাধারণ সম্পাদক আশীষ কুমার নাথ, এডভোকেট ইমরান হোসেন বাবু।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!