আনোয়ারায় পুড়ে ছাই হলো ৮ বসতঘর

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শটর্সাকিট থেকে লাগা অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১ মার্চ) মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ছৈয়দকুচাইয়া গ্রামে সানাউল্লাহ বাড়িতে ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানায় ক্ষতিগ্রস্তরা।

অগ্নিকাণ্ডে নুরুল আলম (৩৫), কাইসার (৪৩), করিম (৩৫), বশিরুজ্জামান (৩৫), মামুন (৪০), আবছার (৬০), জামাল (৬৫) ও কামালের (৭০) বসতঘর পুড়ে যায়।

জানা যায়, মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!