অভির খুনিদের সর্বোচ্চ শাস্তি চায় চবি ছাত্রদল

মাদক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খুন হওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মীর সাদেক অভির খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১ জুলাই) বিকেলে নগরীর ষোলশহর রেল স্টেশনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিবাদী নেতা মীর সাদেক অভি ছুরিকাঘাতে খুন হওয়ার একসপ্তাহ অতিবাহিত হতে চললেও খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। যা সুস্পষ্টভাবে প্রশাসনের ব্যর্থতা কিংবা মাদক সন্ত্রাসীদের লালনকারী হিসেবে জনমনে প্রতীয়মান হয়। তাই অবিলম্বে এসব মাদক কারবারি ও খুনিদের গ্রেপ্তার করে পুলিশ প্রশাসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ বিনির্মাণের সৈনিক হিসেবে পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ারও দাবি জানাচ্ছি।

শাখা ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন মহসিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ।

উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত খান, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, অর্থ সম্পাদক হাসান আহমেদ, সহ-সম্পাদক মিজানুর রহমান মিলন, ব্যবসায় প্রশাসন অনুষদের আহ্বায়ক দিপংকর দাশ দিপু, ঢাবি ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, মহানগর ছাত্রদল নেতা মাহমুদুর রহমান বাবু, কাইয়ুমুর রশিদ বাবু, ইফাদ আহমেদ রাসেল, আবদুর রাজ্জাক, মো. মহিম, অনিক বড়ুয়া প্রমুখ।

এমআইটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!