চট্টগ্রাম বন্দরে এমভি ইজুমু জাহাজে আগুন

চট্টগ্রাম বন্দরে পানামার পতাকাবাহী ‘এমভি ইজুমু’ জাহাজে আগুন লেগেছে। জাহাজের ভেতর থেকে প্রবল বেগে ধোয়া বের হচ্ছে। আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে জাহাজের ভেতরে থাকা কোন রাসায়নিকের বিক্রিয়ার ফলে এ আগুনের সূত্রপাত হয়েছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বন্দরের জেনারেল কার্গো বার্থের ৬ নম্বর জেটিতে বাঁধা জাহাজটিতে হঠাৎ করে আগুন লাগে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘কোন ক্যামিকেল থেকে হয়ত আগুনের সূত্রপাত হতে পারে। ১৪৭ দশমিক ২০ মিটার লম্বা ও সাড়ে ৮ মিটার ড্রাফটের চাটার্ড ভ্যাসেলটি সকাল ১১টায় বন্দরের জেটিতে এসেছিল।

তিনি আরও জানান, বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপণকারী গাড়ির ( টাগবোট কাণ্ডারী ৮ ও কাণ্ডারী ১২) পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!