অপারেটরদের গাফিলতিতে চট্টগ্রাম বন্দরে পাম্প হাউসে আগুন

চট্টগ্রাম বন্দরের একটি পাম্প হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃৃৃপক্ষের (চবক) ওই পাম্প হাউস। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মেরিন গেট রশিদ বিল্ডিং এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের দমকল বাহিনী ঘটনা স্থলে পৌঁছে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে আগুনে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে যায়, অপারেটদের গাফিলতিতে ওভার হিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের এক কর্মী বন্দর স্টেশনের সিনিয়র অফিসার সৈয়দ মোরশেদ হোসেনের বরাত দিয়ে চট্টগ্রাম প্রতিদিনকে জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি পাম্প হাউসে পানি তোলার পাম্পের ইঞ্জিনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের দুটি গাড়ি ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এক প্রশ্নের জবাবে দমকল বাহিনীর এক কর্মী জানান, একটানা বেশিক্ষণ চলার কারণে ইঞ্জিন গরম হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পানির তোলার ইঞ্জিন সাধারণত দুই ঘন্টা পর পর আধ ঘন্টা বন্ধ রাখতে হয়। অপারেটররা এটা না করাতে ওভার হিটের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে।

বিষয়টি স্বীকার করে ঘটনাস্থলে উপস্থিত থাকা বন্দর স্টেশনের সিনিয়র অফিসার সৈয়দ মোরশেদ হোসেন বলেন, ‘ওভার হিটের কারণেই পাম্প হাউসে আগুন লাগে।’

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে মুঠোফোন রিসিভ করেননি চবকের সচিব মো. ওমর ফারুক।

এমএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!