অটোরিকশা তল্লাশি চালিয়ে পাওয়া গেল ৮২ বোতল মদ, গ্রেফতার ১

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পারকি এলাকা থেকে সোমবার (৬ জানুয়ারি) ভোররাতে ৮২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা যায়, পারকি এলাকার নুরুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সৈকত থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

এসময় পারকি এলাকার দুধকুমড়া গ্রামের সৈয়দ মাঝির বাড়ির লেদু মিয়ার পুত্র আবু তৈয়ব (৩৬) নামের একজন গ্রেফতার করা বলে জানিয়েছের আনোয়ারা থানার উপ-সহকারি পুলিশ পরির্দশক রেজাউল করিম।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৮ লক্ষ ২০ হাজার টাকা। এসময় পালিয়ে যায় একই এলাকার মোহাম্মদ মনুর পুত্র মোহাম্মদ তৈয়ব (২৮)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ৮২ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। একটি সিএনজি অটোরিকশা জব্দ আছে। পলাতক ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই অভিযান অব্যহত থাকবে। গ্রেফতার আসামিকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!