চশমার প্যাকেটে ১৭০০ ইয়াবা, পেকুয়ায় ৩ যুবক গ্রেপ্তার

‌কক্সবাজারের পেকুয়ায় ১ হাজার ৭০০টি ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার আঞ্চলিক মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজার সদরের ঘোনারপাড়া এলাকার নাছির হোসেনের ছেলে আব্দুল মালেক (৩০), মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকার আব্দুল লতিফের ছেলে রবিউল হাসান (৩২) ও একই এলাকার শাহ আলমের ছেলে মুহাম্মদ হাসান (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম। তিনি বলেন, ‘ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেল আরোহী তিন যুবককে থামানো হলে, তাদের মধ্যে একজন দৌঁড়ে পালানোর চেষ্টা চালালে তাকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তার পকেটে থাকা চশমার একটি প্যাকেট থেকে ১ হাজার ৭০০টি ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক তিন যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা ইয়াবাগুলো চট্টগ্রাম পাচার করছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) তাদের আদালতে পাঠানো হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!