s alam cement
আক্রান্ত
৫৪৮০৭
সুস্থ
৪৬১৯১
মৃত্যু
৬৪২

চট্টগ্রামে শুটিং করে গেল ‘টেলিভিশন’ সিনেমার জুটি

0

পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল একাডেমিসহ চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে একাধিক বিজ্ঞাপনের শুটিং করে গেলেন অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ। বিজ্ঞাপনগুলো পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ২০১৩ সালে নির্মাণ করেছিলেন তার আলোচিত সিনেমা ‘টেলিভিশন’। সিনেমাটিতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা।

এই একই পরিচালকের হাত ধরে দীর্ঘদিন পর সিনেমাটির জনপ্রিয় জুটি আবার টেলিভিশনে ফিরছেন। তবে এবার তিশা থাকছেন না, থাকছেন তাসনিয়া ফারিণ।

চট্টগ্রামে শুটিং করে গেল ‘টেলিভিশন’ সিনেমার জুটি 1

জানা গেছে, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) থেকে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় চট্টগ্রামে যে কয়েকটি বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে, তার মধ্যে ছিল বেক্সিমকো কমিউনিকেশন্সের ডিটিএইচ সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশও।

চট্টগ্রামে শুটিং করে গেল ‘টেলিভিশন’ সিনেমার জুটি 2

Din Mohammed Convention Hall

মোস্তফা সরয়ার ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল এক ফেসবুক স্ট্যাটাসে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে ইঙ্গিত করে লিখেছেন, ছেলেরা ব্যবসায় ফিরছে।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm