কক্সবাজার থেকে বছরের সর্ববৃহৎ ইয়াবার চালান আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আট লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আটক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি নুর আলম (৩০) প্রকাশ নুর হাফেজসহ চারজনকে। উদ্ধার করা হয়েছে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৭০ রাউন্ড গুলি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোররাতে টেকনাফ থানাধীন রংগিখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর অপারেশন অফিসার এএসপি মাশকুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বছরব্যাপী আটকৃত মাদকের মধ্যে এটি সর্ববৃহৎ। এই চক্র নিয়মিত মিয়ানমার থেকে ইয়াবা এনে দেশে বিভিন্ন স্থানে পৌঁছায়। আট লাখ পিসের এই চালানটিও মিয়ানমার থেকে এসেছে।

তিনি আরো জানান, আটক নুর হাফেজের অপর তিন সহযোগি হলো মো. সোহেল (২৭), সৈয়দ নুর (২৮) এবং সৈয়দ আলম কালু (৪৫)।
তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তলসহ ছয়টি আগ্নেয়াস্ত্র এবং ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আটককৃদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান এএসপি মাশকুর রহমান।

এফএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!