s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

আম্ফানের বিদায়ের পর সচল হল চট্টগ্রাম বন্দর

0

ঘূর্ণিঝড় আম্ফানের কারণে বন্ধ থাকা চট্টগ্রাম বন্দর সচল হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে বন্দরের জেটিতে ঢুকছে জাহাজ।

এর আগে সুপার সাইক্লোন আম্ফানের ক্ষয়ক্ষতি কমাতে বন্দর কর্তৃপক্ষ প্রথমে এলার্ট থ্রি এবং পরে এলার্ট ফোর জারি করে। খালি করা হয় জেটি। জাহাজ পাটিয়ে দেয় গভীর সমুদ্রে।

বন্দরের সব গুদামও বন্ধ করে দেয়া হয়। অপারেশনাল কাজও বন্ধ থাকে এ সময়। গ্যান্ট্রিক্রেনসহ যাবতীয় যন্ত্রপাতিও নিরাপদে রাখা হয়। তবে কর্মকর্তারা স্ট্যান্ডবাই কর্মস্থলে অবস্থান করেন।

তবে চট্টগ্রাম বন্দরে এই ঘূর্ণিঝড় তেমন কোনো প্রভাব ফেলেনি।

ফলে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় চালু হয় বন্দরের কার্যক্রম। বন্দর জেটি থেকে পণ্য ডেলিভারি শুরু হয়েছে। বাইরে থেকে জাহাজও প্রবেশ করছে।

Din Mohammed Convention Hall

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, ৫টি কন্টেইনার জাহাজ এবং ৩টি সাধারণ পণ্যবাহী জাহাজ জেটিতে প্রবেশ করেছে। প্রথম জোয়ারে জাহাজ আসা শুরু হয়েছে। নাইট নেভিগেশন বন্ধ থাকায় রাতের জোয়ারে কোন জাহাজ আসবে না। শুক্রবারের প্রথম জোয়ারে আরও জাহাজ জেটিতে ভিড়বে।’

তিনি আরও জানান, বন্দরের অন্যান্য অপারেশনাল কার্যক্রমও চালু হয়ে গেছে। চলছে ডেলিভারিও।

তবে মহাবিপদ সংকেত নামিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এএস/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

আরও পড়ুন
ksrm